spot_img

ডেঙ্গুতে একদিনে ৩২৯ জন হাসপাতালে, মৃত্যু ১

অবশ্যই পরুন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৯ জন।

আজ রোববার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৬৪ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৭৫৮ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ৮১৭ জন। আর চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩২ জনের।

এর আগে, শনিবার (২১ জুন) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৫২ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এ সময় ডেঙ্গুতে এক নারীর মৃত্যু হয়।

সর্বশেষ সংবাদ

ওয়ানডে সিরিজের মাঝপথে নাসুমকে দলে নিলো বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে হঠাৎই জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। রোববার (১৯ অক্টোবর) এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ