spot_img

একদিনে করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৬

অবশ্যই পরুন

দেশে গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। ভাইরাসটি নতুন করে ৩৬ জনের শরীরে শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৮০ শতাংশ।

রোববার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার (২১ জুন) সকাল ৮টা থেকে আজ রোববার (২২ জুন) সকাল ৮টা পর্যন্ত ৬২১টি নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ৪৩৩ জনের।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের মধ্যে ৪ জন বেসরকারি হাসপাতালে ও একজন সরকারি হাসপাতালে মারা গেছেন। ভাইরাসটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৫ জনে।

সর্বশেষ সংবাদ

আফগান ক্রিকেটারকে বিয়ে করছেন বলিউডের আলোচিত অভিনেত্রী!

গুঞ্জন উঠেছে আফগানিস্তান জাতীয় দলের পেসার আফতাব আলমকে বিয়ে করতে যাচ্ছেন বলিউড ও টেলিভিশন জগতের আলোচিত অভিনেত্রী আরশি খান।...

এই বিভাগের অন্যান্য সংবাদ