spot_img

বাংলাদেশে ভারতীয় রিপাবলিক বাংলার সম্প্রচার বন্ধে রুল

অবশ্যই পরুন

বাংলাদেশের অভ্যন্তরে প্রতিবেশী রাষ্ট্র ভারতের বাংলা টিভি ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধের কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ রোববার (২২ জুন) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুলটি জারি করেন।

এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাহমুদুল হাসান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

এর আগে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় বাংলা টিভি ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে রিট করেন আইনজীবী মাহমুদুল হাসান। রিটে বলা হয়, এই টিভি চ্যানেলটি বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাধা চেষ্টা করছে। সে জন্য দ্রুত এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে একটি রুল জারিরও নির্দেশনা চাওয়া হয়।

রিটে আরও বলা হয়, অপরাধমূলক ষড়যন্ত্র করে চট্টগ্রামকে আলাদা করার চেষ্টাও করছে এই ভারতীয় টিভি। এ জন্য বিটিআরসির প্রতি এই নির্দেশনাও চাওয়া হয়। তথ্য সচিব, টেলিকমিউনিকেশন সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি সচিবসহ ৬ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

রুদ্ধশ্বাস সুপার ওভারে বাংলাদেশকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। এই রান ডিফেন্ড করতে সাইফ হাসানের ওপর ভরসা রাখেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ