spot_img

মোহাম্মদপুর থেকে কুখ্যাত জলদস্যু সাবু গ্রেপ্তার

অবশ্যই পরুন

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন কেরানীগঞ্জের সিলিকন সিটি এলাকা থেকে বিশেষ অভিযানে কুখ্যাত অপরাধী সাহাবুদ্দিন ওরফে ‘জলদস্যু সাবু’কে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সঙ্গে আটক করা হয় সহযোগী বেলালকে (৩০)। গতকাল শনিবার (২১ জুন) দিবাগত রাতে চালানো অভিযানে অংশ নেন বসিলা আর্মি ক্যাম্পের সদস্যরা।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে জানা যায়, সাহাবুদ্দিন ওরফে সাবু রাজধানীর মোহাম্মদপুর, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, সাভার ও আশুলিয়া থানায় ২০টিরও অধিক হত্যা, চাঁদাবাজি, জমি দখল ও ডাকাতির মামলার এজাহারভুক্ত আসামি।

সর্বশেষ, ২০২৪ সালের নভেম্বর মাসে মোহাম্মদপুর এলাকায় একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অপর দিকে তার সহযোগী বেলাল ৯টি মামলার এজাহারভুক্ত আসামি বলে নিশ্চিত করেছে নিরাপত্তা বাহিনী।

অভিযান পরিচালনাকারী যৌথ বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাবু কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এসব তথ্য যাচাই-বাছাই করে ভবিষ্যতে আরও অভিযান পরিচালনা করা হবে।

গ্রেপ্তারকৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদেরকে আদালতে উপস্থাপনসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, মোহাম্মদপুরসহ আশেপাশের এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে রাখতে যৌথবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, জলদস্যু সাবুর গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরেছে এবং তারা আশা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

সর্বশেষ সংবাদ

এনবিআর নামটি আর থাকবে না: ফাওজুল কবির খান

এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেয়ার ষড়যন্ত্র ছিল বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। রোববার (১৩ জুলাই) সচিবালয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ