spot_img

ভাইরাল আলিয়া ভাটের ভিডিও, নেটিজেনরা খুঁজে পেল যে উত্তর

অবশ্যই পরুন

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের জীবনের অন্যতম স্মরণীয় বছর ছিল ২০২২। ব্যক্তিগত ও পেশাগত—দুই পরিসরেই সাফল্য ও আনন্দে ভরপুর ছিল এই বছরটি। বহু প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা’ মুক্তির সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবনে তিনি রণবীর কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে বছরের সবচেয়ে বড় ও আনন্দের খবর ছিল তাদের কন্যাসন্তান রাহা কাপুরের জন্ম। সময় যেন উড়ে চলেছে—আজ সেই ছোট্ট রাহা পা রাখছে জীবনের তৃতীয় বছরে।

চলতি বছরের মাঝামাঝি থেকেই গুজব ছড়ায়—আলিয়া নাকি আবারও অন্তঃসত্ত্বা? রাহা এবার দিদি হতে চলেছে! যদিও আলিয়া ও রণবীর এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে অভিনেত্রীর সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে তৈরি হয় বিস্তার আলোচনা।

বিশেষ করে কান চলচ্চিত্র উৎসব ২০২৫-এ আরমানি প্রিভে-র গাউন পরিহিত আলিয়াকে দেখে অনেকেই মনে করেন, তিনি হয়তো গর্ভবতী। পরে এক বন্ধুর বিয়েতে স্পেনে যাওয়ার সময় গুজব কিছুটা কমে।

চলতি সপ্তাহেই আলিয়াকে মুম্বাইয়ের এক জিমের বাইরে একাধিকবার দেখা গিয়েছিল। প্রতিবারই তাকে ক্যামেরার সামনে পড়ার আগে গাড়ির দরজার আড়াল নিতে দেখা যায়। অনেকে মনে করতে শুরু করেন, আলিয়া হয়তো বেবি বাম্প লুকোনোর চেষ্টা করছেন।

তবে সব জল্পনার ইতি টানল অভিনেত্রীর সাম্প্রতিক এক ভাইরাল ভিডিও। বৃহস্পতিবার রাতে ইন্টারনেটে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায়, আলিয়া একটি নাচের রিহার্সাল শেষে হাসিমুখে বেরিয়ে আসছেন। তার পরনে ছিল একটি কালো স্লিভলেস ক্রপ টপ ও হাই ওয়েস্ট ট্রাউজার।

স্পষ্ট দেখা যাচ্ছিল তার টোনড কোমর ও ফিটনেস—যা দেখে নেটিজেনদের একাংশ বলছেন, ‘যারা বেবি বাম্প খুঁজছিলেন, তাদের এবার থামা উচিত! এই ভিডিওতেই স্পষ্ট তিনি অন্তঃসত্ত্বা নন।’

বর্তমানে আলিয়া ভাট ব্যস্ত রয়েছেন তার পরবর্তী সিনেমা ‘আলফা’-র শ্যুটিং নিয়ে। এই ছবিতে তার সঙ্গে রয়েছেন অভিনেত্রী শার্বরী। বড়দিনে মুক্তি পেতে চলেছে এই অ্যাকশন থ্রিলার। আর এই ছবির রিহার্সাল থেকেই বের হওয়ার সময়ই ধরা পড়ে গেলেন ক্যামেরায়— যা দেখে নেটদুনিয়াও স্পষ্ট, অভিনেত্রী নতুন কোনো সুখবর নিয়ে হাজির হচ্ছেন না।

সর্বশেষ সংবাদ

অবসরে গেলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

অবসরে গেলেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় আজ শনিবার (২৭...

এই বিভাগের অন্যান্য সংবাদ