spot_img

চিরকাল ক্ষমতায় থাকতে ইরানকে যুদ্ধে ব্যবহার করছেন নেতানিয়াহু: বিল ক্লিনটন

অবশ্যই পরুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চিরকাল ক্ষমতায় থাকতে যুদ্ধে ইরানকে ব্যবহার করছে বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ‘দ্য ডেইলি শো’ নামে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। খবর আরব নিউজ’র।

তিনি বলেন, নেতানিয়াহু অনেক আগে থেকেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছিলেন। কারণ, এর মাধ্যমে তিনি চিরকাল ক্ষমতায় থাকতে পারবেন। আমার মনে হয়, গত ২০ বছরের বেশিরভাগ সময়ই তিনি ক্ষমতায় আছেন। এ সময় তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভূমিকা রাখার অনুরোধ জানান।

ক্লিনটন বলেন, আমার মনে হয়, আমাদের উচিত, এই উত্তেজনাকর পরিস্থিতি প্রশমিত করা। আমি আশা করি, প্রেসিডেন্ট ট্রাম্প তা করবেন। তিনি মনে করেন না, নেতানিয়াহু বা ট্রাম্প পুরো অঞ্চলে কোনও বিপর্যয়কর যুদ্ধ শুরু করতে চান।

বিল ক্লিনটন আরও বলেন, আমাদের মধ্যপ্রাচ্যের বন্ধুদের বোঝাতে হবে, আমরা তাদের পাশে আছি। আমরা তাদের সুরক্ষা দেয়ার চেষ্টা করব। ঘোষণা না দিয়ে এমন যুদ্ধ শুরু করার ফলে সাধারণ মানুষ ভূক্তভোগী হচ্ছেন। এটা কোনো ভালো সমাধান নয়। সাধারণ মানুষ শুধু শান্তিতে বাঁচতে চান বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ সংবাদ

পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে

ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ ধরে এগিয়ে চলেছেন তার ছেলে রোনালদো জুনিয়র। মাত্র ১৫ বছর বয়সেই জায়গা করে নিয়েছেন পর্তুগালের অনূর্ধ্ব-১৬...

এই বিভাগের অন্যান্য সংবাদ