spot_img

শাকিব-মধুমিতাকে নিয়ে গুঞ্জন, যা জানালেন পরিচালক

অবশ্যই পরুন

ঢালিউড যেন শাকিব খান কেন্দ্রিক। তার এক সিনেমা প্রেক্ষাগৃহে থাকতেই অন্য সিনেমা নিয়ে গুঞ্জন শুরু হয়। এই যেমন ‘তাণ্ডব’ মুক্তির দুই সপ্তাহ না যেতেই শুরু হয়েছে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে কিং খান এবার জুটি বাঁধছেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে।

গুঞ্জনটি উঠেছে ‘বরবাদ’ পরিচালক মেহেদী হাসান হৃদয়ের পরবর্তী ছবি নিয়ে। আগামী ঈদুল ফিতরকে ভেবে শাকিবকে নিয়ে তিনি নির্মাণ করতে যাচ্ছেন একটি সিনেমা। গুঞ্জন, ওই ছবিতেই শাকিবের সঙ্গে দেখা যাবে মধুমিতাকে।

এ প্রসঙ্গে ঢাকা মেইললকে হৃদয় বলেন, ‘একটি কাজের আগে অনেক ধরণের পরিকল্পনাই থাকে। অনেকের নাম উঠে আসে। তবে চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যায় না। মধুমিতার বিষয়টিও এখনও লক হয়নি। তাই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।’

শাকিব খানের শেষ ইন্ডাস্ট্রি হিট সিনেমা ‘বরবাদ’। ছবিটি তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। সে কৃতিত্বের দাবীদার মেহেদী হাসান হৃদয়। সেকারণে এ জুটির নতুন সিনেমা নিয়ে শাকিবিয়ানদের উন্মাদনার কমতি নেই।

এদিকে প্রেক্ষাগৃহে চলমান ‘তাণ্ডবে’ শাকিবের সঙ্গে দেখা গেছে সাবিলা নূরকে। আরও আছেন জয়া আহসান। এছাড়া অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈম প্রমুখ। নির্মাণ করেছেন রায়হান রাফী।

সর্বশেষ সংবাদ

আফগানিস্তানের স্বপ্নভঙ্গ, বাংলাদেশকে নিয়েই সুপার ফোরে শ্রীলঙ্কা

সমীকরণের মারপ্যাঁচ। সেখানে থেকে যেনো বেরই হতে পারে না বাংলাদেশ। কিন্তু তবুও আজ শেষ রক্ষা হয়েছে লঙ্কানদের জয়ে। বৃহস্পতিবার (১৮...

এই বিভাগের অন্যান্য সংবাদ