spot_img

যুদ্ধে জড়ালে আমেরিকার ক্ষতি হবে: খামেনি

অবশ্যই পরুন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনী বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট আমাদের হুমকি দিচ্ছেন। হাস্যকর ভাষা ব্যবহার করে আমাদেরকে আত্মসমর্পণ করতে বলছেন। তারা এমন কাউকে হুমকি দিচ্ছে যে জাতি হুমকিদাতাদের হুমকিতে ভীত নয়।

বুধবার দখলদার ইসরায়েলের হামলার বিষয়ে ইরানের রেডিও-টেলিভিশনসহ সব গণমাধ্যমে এসব বার্তা দিয়েছেন খামেনি।

ইরানের সর্বোচ্চ এই নেতা বলেছেন, ইরানি জাতিকে আত্মসমর্পণ করতে বলা বুদ্ধিমানের কাজ নয়। ইরানি জাতি কীসের কাছে আত্মসমর্পণ করবে? আমরা কোনোভাবেই কারো আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করব না। এটাই ইরানি জাতির যুক্তি, এটাই ইরানি জাতির চেতনা।

তিনি আরও বলেন, আমেরিকা এই বিষয়ে [যুদ্ধ] প্রবেশ করলে তাতে তারাই শতভাগ ক্ষতির সম্মুখীন হবে। আমেরিকা এ ক্ষেত্রে যা ভোগ করবে তা ইরানের ক্ষতির চেয়ে অনেক বেশি। আমেরিকা এই (যুদ্ধের) ময়দানে সামরিকভাবে প্রবেশ করলে নিঃসন্দেহে তাদের অপূরণীয় ক্ষতি হবে।

সূত্র- ইরনা

সর্বশেষ সংবাদ

নির্বাচন ও গণভোটে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে পর্যবেক্ষক দল পাঠানোর ঘোষণা দিয়েছে কমনওয়েলথ। ১৪ সদস্যের পর্যবেক্ষক দলটির নেতৃত্বে...

এই বিভাগের অন্যান্য সংবাদ