spot_img

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রতিস্থাপিত ১২৫ সদস্যের ঢাকা ত্যাগ

অবশ্যই পরুন

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্ট-এর মোট ১২৫ জন সদস্য প্রতিস্থাপন করেছে বাংলাদেশ বিমানবাহিনী।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে শাহজালাল বিমানবন্দরে জাতিসংঘের ভাড়া করা বিমানে (ইথিওপিয়ান এয়ারলাইন্স) করে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা। সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ তাদের বিদায় জানান।

এ সময়, শান্তিরক্ষীরা ভবিষ্যতে যেন আরও উৎকর্ষ অর্জন করতে পারে, এ কামনা করে বিমানবন্দরে মোনাজাত করা হয়। বিমানবাহিনীর এই আর্মড মিলিটারি ইউটিলিটি হেলিকপ্টার ইউনিটের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর ইমরানুর রহমান।

এর আগে, গত সোমবার বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময়, মিশনটিতে সততা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য কন্টিনজেন্ট সদস্যদের প্রতি আহ্বানও জানিয়েছিলেন তিনি।

সর্বশেষ সংবাদ

নির্বাচনে অন্য দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সুস্পষ্টভাবে বলেছেন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ