spot_img

ফের ৪ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

অবশ্যই পরুন

আশুলিয়া থানার শাহাবুল ইসলাম হত্যা মামলায় আবারও চারদিনের রিমান্ডে পাঠানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত এ আদেশ দেন। একই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও গ্রেফতার দেখানো হয়েছে।

মামলার কাগজপত্রের তথ্য থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আশুলিয়ায় গত ৪ আগস্ট গুলি করে শাহাবুল ইসলামকে হত্যা করা হয়।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৩ আগস্ট গ্রেফতার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। এখন পর্যন্ত সালমান এফ রহমানের ১১ মামলায় ৬১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে বিভিন্ন মামলায় আনিসুল হকের ৫৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সর্বশেষ সংবাদ

কাজাখস্তানকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ

এশিয়া কাপ হকির স্থান নির্ধারণী প্লে-অফে কাজাখস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে ২০২৬ হকি বিশ্বকাপের বাছাইপর্ব...

এই বিভাগের অন্যান্য সংবাদ