spot_img

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে সতর্ক করলো রাশিয়া

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেয় তবে তা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে মারাত্মকভাবে অস্থিতিশীল করে তুলতে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই মন্তব্য করেন তিনি।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-এর তথ্য অনুযায়ী, রিয়াবকভ বলেছেন—যুক্তরাষ্ট্র যেন এমন সহায়তা দেওয়ার চিন্তাও না করে। তিনি জানান, রাশিয়া ইসরায়েল ও ইরান উভয়ের সঙ্গেই যোগাযোগ রাখছে।

এদিকে, ইসরায়েল-ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস-এর খবরে বলা হয়, পুতিন টেলিফোনে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় এই সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

ইউরোপীয় দেশের আকাশে ঢুকলো রুশ যুদ্ধবিমান, হুঁশিয়ারি ন্যাটো ও ইইউর

পোল্যান্ড, রোমানিয়ার পর এবার ইউরোপীয় দেশ এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। এস্তোনিয়া অভিযোগ করেছে, রাশিয়ার তিনটি সুপারসনিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ