spot_img

জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে অধিকাংশ দল একমত: আলী রীয়াজ

অবশ্যই পরুন

সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের পক্ষে অধিকাংশ দল একমত। তবে কয়েকটি দল এতে একমত নয় বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

বুধবার (১৮ জুন) ঐকমত্য কমিশনে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের আলোচনা শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, প্রস্তাবিত সাংবাধানিক কাউন্সিলে (এনসিসি) শুধুমাত্র প্রধান বিচারপতি ছাড়া প্রত্যেকেই নির্বাচিত প্রতিনিধি। ফলে তারা যাদের কাছ থেকে নির্বাচিত হয়েছেন তাদের কাছে জবাবদিহিতা থাকবে। তাছাড়া, জবাবদিহতার বিষয়টি কাঠামোগতভাবেও তৈরি করা যায়। দলগুলো একমত হলে বিভিন্নভাবে জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করা যাবে।

তিনি আরও বলেন, তিনটি সংস্কার কমিশনের প্রতিবেদনে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির বিষয়টি রয়েছে। সংবিধানে সবকিছু একজায়গায় থাকে না। বিষয়টি নিয়ে আগামীকাল বৃহস্পতিবার আলোচনা হবে।

সর্বশেষ সংবাদ

ম্যাক অ্যালিস্টারের গোলে রিয়াল মাদ্রিদকে হারালো লিভারপুল

অ্যানফিল্ডের আলোয় আবারও ফুটবল দেখল নাটকীয়তার চূড়া। থিবো কোর্তোয়ার হাত যেন ছিল অদৃশ্য প্রাচীর, তবু শেষ মুহূর্তে ভাঙল সেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ