spot_img

এমন বৃষ্টি কতদিন থাকবে, জানালো আবহাওয়া অফিস

অবশ্যই পরুন

গত দুইদিন ধরে ঢাকাসহ বেশ কিছু জায়গায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। সকাল থেকে রাজধানীর কয়েক জায়গায় বৃষ্টি অব্যাহত রয়েছে। এমন বৃষ্টি আগামী ৭ দিন সারাদেশে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ বুধবার আবহাওয়ার পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় শুক্রবার পর্যন্ত চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

পাহাড়ি এলাকা যেমন চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারে ভূমিধসের আশঙ্কাও করা হয়েছে। একইসঙ্গে ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

সর্বশেষ সংবাদ

‘পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট— সিদ্ধান্ত নেবে দলগুলোই’

পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন— এর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।...

এই বিভাগের অন্যান্য সংবাদ