spot_img

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে এবার মুখ খুললেন শি জিনপিং

অবশ্যই পরুন

ইরানে হামলা ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পেছনে ইসরায়েলের সামরিক পদক্ষেপকে দায়ী করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

মঙ্গলবার (১৭ জুন) কাজাখস্তানে এক বৈঠকে তিনি বলেন, ‘চীন এ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন’।। চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

কাজাখস্তান সফররত প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির উজবেক প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভের সঙ্গে বৈঠকের সময় বলেন, “ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপ হঠাৎ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, “আমরা এমন যেকোনো পদক্ষেপের বিরোধিতা করি যা অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতাকে লঙ্ঘন করে।”

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের একটি সামরিক অভিযান শুরু করে, যার আওতায় ইরানের পারমাণবিক কেন্দ্র, সামরিক ঘাঁটি ও স্ট্র্যাটেজিক স্থাপনায় হামলা চালানো হয়। জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ চালু করে, যার মাধ্যমে ইসরায়েলের একাধিক সামরিক ও অবকাঠামো টার্গেটে পাল্টা আঘাত হানা হয়।

এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। ইরানে নাগরিক ও বেসামরিক স্থাপনায় হামলার কারণে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়িয়ে তুলেছে।‎

সর্বশেষ সংবাদ

ভারত কেন শেখ হাসিনাকে পুশব্যাক করে না— প্রশ্ন রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছে, ওখানে বাংলা ভাষাভাষী...

এই বিভাগের অন্যান্য সংবাদ