spot_img

রাজধানী থেকে সাবেক এমপি সরওয়ার গ্রেপ্তার

অবশ্যই পরুন

কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি আ ক ম সরওয়ার জাহানকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৭ ‍জুন) ‎মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান গ্রেপ্তারের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, গ্রেপ্তার সরওয়ার কুষ্টিয়া-১ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

সাবেক এ সংসদ সদস্য ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।

সর্বশেষ সংবাদ

আফগানিস্তান না খেলায় ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে আনবে পাকিস্তান

পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে সামরিক সংঘাত চলছে সপ্তাহখানেক সময় ধরে। এরই মাঝে গত শুক্রবার দিবাগত রাতে পাকিস্তানের বিমান হামলায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ