spot_img

খাবারের অপেক্ষায় থাকা ৪৫ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

অবশ্যই পরুন

গাজার খান ইউনিসের আল তাহলিয়া গোলচত্বরে খাবারের জন্য অপেক্ষায় থাকা ৫৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। এতে আরও ডজন খানেক আহত হয়েছে। খবর আল জাজিরা

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহত এবং নিহতদের চাপে আল-নাসের মেডিকেল কমপ্লেক্সের জরুরি বিভাগ, আইসিইউ এবং অপারেশন থিয়েটারে স্থন সংকুলার করা যাচ্ছে না।

সবশেষ এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে সংঘাতপূর্ণ এলাকায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহযোগিতায় গাজার মানবিক ফাউন্ডেশন এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটি এমন সব এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে যেখানে ইসরায়েলি সামরিক বাহিনী কঠিনভাবে অপারেশন কার্যক্রম পরিচালনা করে। সমালোচকরা এ ধরনের স্থানকে ‘মানব কসাইখানা’ বলে উল্লেখ করেছেন।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক গতকাল সোমবার বলেছেন, ইসরায়েলের যুদ্ধের কৌশল এবং পদ্ধতি গাজায় ফিলিস্তিনিদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনছে।

গত ২০ মাসের বেশি সময় ধরে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে ৫৫ হাজার ৩৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে রয়েছে দশ হাজার নারী ও শিশু।

সর্বশেষ সংবাদ

সরকারি হজযাত্রীদের সেবায় ১০০ গাইড নিয়োগ

২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সুষ্ঠু সেবা নিশ্চিত করতে ১০০ জন হজ গাইড নিয়োগ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ