spot_img

নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৩ দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অবশ্যই পরুন

রূপগঞ্জের বালু নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ সৃজন সাহার (২৮) মৃতদেহ তিনদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ মঙ্গলবার (১৭ জুন) সকালে রাজধানীর পাতিরা এলাকার পিডিএল ঘাট থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত সৃজন সাহা নরসিংদীর মাধবদী থানার কাশিপুর এলাকার স্বপন সাহার ছেলে। সে গত বছর নরসিংদী সরকারি কলেজ থেকে মাস্টার্স পাশ করেছে।

পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দিপন ভক্ত জানান, গত রোববার (১৫ জুন) সন্ধ্যায় নানা বাড়িতে বেড়াতে এসে বালু নদীতে গোসল করতে নামে সৃজন সাহা। এ সময় তার ছোটভাই সূর্য সাহা মোবাইল ফোনে তার গোসলের ভিডিও ধারণ করছিল।

এক পর্যায়ে নদীর প্রবল স্রোতে সৃজন সাহা পানিতে ডুবে যায়। পরে তিনদিন ধরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে আজ সকালে রাজধানীর পাতিরা এলাকার পিডিএল ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করে।

সর্বশেষ সংবাদ

আইসিসির মুখোশ উন্মোচন করলো উইজডেন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অথচ গত গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ