spot_img

ডনরূপে আসছেন আনুশকা শেঠি!

অবশ্যই পরুন

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি আবারও বড় পর্দায় ফিরছেন আলোচনায়। ‘বাহুবলী’ খ্যাত এই তারকাকে এবার ভিন্ন এক চরিত্রে দেখা যেতে পারে। ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন, তিনি অভিনয় করতে যাচ্ছেন ‘কাইথি’ সিনেমার সিক্যুয়ালে, যেখানে তার চরিত্র হতে পারে একজন ভয়ংকর ডনের। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ইতোমধ্যেই ভক্তদের কৌতূহলের পারদ চড়তে শুরু করেছে।

২০১৯ সালের অ্যাকশন থ্রিলারে কোনও নারীপ্রধান চরিত্র ছিল না। গল্পটি কার্তিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল। যেখানে দেখা গেছে মেয়েকে বাঁচানোর জন্য একজন বাবার লড়াই। তবে, দ্বিতীয় কিস্তিতে একজন অভিনেত্রী গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন বলে খবরে প্রকাশ। সিক্যুয়েলে, অভিনেত্রী আনুশকা শেঠি সম্ভবত ডন অথবা কার্তির স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন বলে গুঞ্জন রয়েছে।

কাইথি (২০১৯) ছিল লোকেশ সিনেমাটিক ইউনিভার্সের (এলসিইউ) প্রথম সিনেমা। এতে কার্তিক শিবকুমার, যিনি কার্তি নামে পরিচিত, প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর ২০২২ সালে বিক্রম, কমল হাসান এবং সুরিয়া একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। এই ইউনিভঅর্সে লিও এসেছিল, যাতে বিজয় নায়ক হিসেবে ছিলেন। ফ্র্যাঞ্চাইজির প্রতিটি নতুন কিস্তি আগেরটির চেয়েও বেশি আর্থিকভাবে সফল ছিল। তবে ২০১৯ সাল থেকে ভক্তরা ‘কাইথি’র সিক্যুয়েলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ কারণে নির্মাতা সিনেমাটি নির্মাণের ঘোষণা দেন। এই মুহূর্তে লোকেশ কানাগরাজ রজনীকান্তকে নিয়ে ‘কুলি’ সিনেমা নির্মাণে ব্যস্ত রয়েছেন। ১৪ আগস্ট এটি মুক্তি পাবে। এ সিনেমায় আমির খানকে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে। আরও রয়েছে তেলেগু স্টাইল আইকন নাগার্জুন। এ সিনেমার কাজ শেষ করেই ‘কাইথি-২’র শুটিং শুরু করবেন নির্মাতা-এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এদিকে আনুশকা শেঠি বর্তমানে ‘ঘাটি’ ও ‘কথানর’ : দ্য ওয়াইল্ড সকারার’ সিনেমাগুলো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

সর্বশেষ সংবাদ

‘বাংলাদেশকে শুধু এশিয়া নয়, বিশ্বমঞ্চে নিয়ে যেতে চাই’

বাংলাদেশকে শুধু এশিয়া নয়, বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন ঋতুপর্ণা চাকমা ও অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি। রোববার (৬ জুলাই)...

এই বিভাগের অন্যান্য সংবাদ