spot_img

ইসরায়েল-ইরান সংঘাত কয়েক ঘণ্টার মধ্যে শান্ত হবে—আশাবাদ ম্যাকরনের

অবশ্যই পরুন

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত আগামী কয়েক ঘণ্টার মধ্যে শান্ত হবে বলে আশা প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন। রোববার (১৫ জুন) গ্রিনল্যান্ড সফরে সময় ইরান-ইসরায়েল চলমান সংঘাত নিয়ে একথা ফরাসি প্রেসিডেন্ট। খবর আল-জাজিরার।

তিনি বলেন, আশা করি, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি শান্ত হবে এবং আলোচনার একটি পথ খুলবে।

ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি ও আঞ্চলিক অস্থিরতা কমিয়ে আনা সম্ভব হবে। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত কানাডায় চলমান জি৭ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো....

এই বিভাগের অন্যান্য সংবাদ