spot_img

ফোনালাপে সৌদি যুবরাজকে যা বললেন এরদোয়ান

অবশ্যই পরুন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শনিবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে ফোনালাপে বলেন, ‘নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েল মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি।’

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘সম্প্রতি ইরানে ইসরায়েলি হামলার মাধ্যমে এই হুমকি আবারও প্রমাণিত হয়েছে।’

ফোনালাপে ইসরায়েল-ইরান উত্তেজনা ও অন্যান্য আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেন দুই নেতা।

এরদোয়ান আরও বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের ফিলিস্তিনে দখলদারিত্ব ও গণহত্যার বিষয়ে নীরবতা ইসরায়েলকে আরও বেপরোয়া করে তুলেছে। তারা এখন আইন লঙ্ঘনের ভয়ও করছে না।’

তিনি হুঁশিয়ার করেন, ‘নিউক্লিয়ার আলোচনার সময় ইরানে হামলা চালিয়ে ইসরায়েল শান্তি প্রক্রিয়াকে ভণ্ডুল করতে চাচ্ছে। তারা পুরো অঞ্চল ও বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি।’

এছাড়া এরদোয়ান সতর্ক করেন যে, আরও একটি যুদ্ধ শুরু হলে পুরো অঞ্চলে ব্যাপক অস্থিরতা ও শরণার্থী ঢল দেখা দিতে পারে, যা সব দেশকে প্রভাবিত করবে।

তিনি বলেন, ‘পারমাণবিক ইস্যুর সমাধান একমাত্র সংলাপ ও কূটনীতির মাধ্যমেই সম্ভব।’

সর্বশেষ সংবাদ

টানা ১০ বছর দলীয় স্লোগান দিলেই আর বিচারক হওয়া যাবে না: আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, টানা ১০ বছর দলীয় স্লোগান অর্থাৎ জয় বাংলা আর বাংলাদেশ জিন্দাবাদ বললে...

এই বিভাগের অন্যান্য সংবাদ