spot_img

যেভাবে বিনামূল্যে অনলাইনে দেখবেন ক্লাব বিশ্বকাপ

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মতো ৩২ দল নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের পর্দা উঠেছে। যেখানে উদ্বোধনী ম্যাচেই লিওনেল মেসির ইন্টার মায়ামি মিশরীয় ক্লাব আল-আহলির মুখোমুখির হয়েছিলো। আজ শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল ১৩ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনলাইনে বিনামূল্যে দেখতে পারবেন বাংলাদেশের দর্শকরা। www.dazn.com —এই ওয়েবসাইটে বিনা মূল্যে দেখা যাবে সব ম্যাচ। অ্যাপ স্টোর থেকে ডিএজেডএন অ্যাপ নামিয়েও দেখা যাবে খেলা।

এখানে ক্লিক করেও সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করে খেলা দেখতে পারবেন।

দেখে নিন কোন গ্রুপে কারা-

এ: পালমেইরাস, পোর্তো, আল আহলি, ইন্টার মায়ামি
বি: পিএসজি, আতলেতিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটল সাউন্ডার্স
সি: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা
ডি: ফ্লামেঙ্গো, এসপেরান্সে, চেলসি, এলএ এফসি
ই: রিভার প্লেট, উরাওয়া রেড ডায়মন্ডস, মন্তেরেই, ইন্টার মিলান
এফ: ফ্লুমিনেন্স, ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সানডাউনস
জি: ম্যানচেস্টার সিটি, উইদাদ, আল আইন, জুভেন্টাস
এইচ: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুকা, সালজবুর্গ

সর্বশেষ সংবাদ

বিএনপি সংস্কারবিরোধী বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: মির্জা ফখরুল

একটি মহল পরিকল্পিতভাবে বিএনপি সংস্কারবিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ