spot_img

যুক্তরাজ্যে জব্দ সম্পদ উদ্ধারে আইনগত সিদ্ধান্ত নেবে সরকার: গভর্নর

অবশ্যই পরুন

যুক্তরাজ্যে বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের জব্দকৃত সম্পদ উদ্ধারে আইনগত সিদ্ধান্ত নেবে সরকার। আর বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হলেই জব্দকৃত সম্পদ দেশে ফেরানো সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর।

আজ রোববার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন গভর্নর।

তিনি বলেন, চাইলে আইনজীবী নিয়োগ দিতে পারে সরকার। তারাই ঠিক করবেন ক্রিমিনাল না সিভিল কেস পরিচালনা করা হবে।

এদিকে, দুবাইয়ে বাড়ি কেনার বিষয়ে গভর্নর জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। টাকা পাচারের অর্থ উদ্ধার কার্যক্রমকে ভিন্নখাতে প্রভাবিত করতে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

ইতিহাস করতে যাচ্ছেন জেসি, অভিনন্দন মার্কিন দূতাবাসের

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য মাইলফলক স্থাপন করতে যাচ্ছেন সাথিরা জাকির জেসি। তিনি হচ্ছেন প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার, যিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ