spot_img

নিরপেক্ষ হয়ে নির্বাচনে রেফারির ভূমিকা পালন করবে কমিশন: সিইসি

অবশ্যই পরুন

আগামী সংসদ নির্বাচনে কোনো দলের পক্ষে লেজুড়বৃত্তি না করে, নিরপেক্ষভাবে কাজ করতে ইসি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (১৫ জুন) ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন সিইসি।

নাসির উদ্দিন বলেন, আমরা রেফারির মতো কাজ করব। যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক। কিন্তু আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেয়া। সেটা করার জন্য আমরা বদ্ধপরিকর।

তিনি বলেন, ভোটের তারিখ নির্ধারনের দুমাস আগে শিডিউল দেয়া হবে। যতটা সম্ভব তরুণদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এজন্য আইনে কিছু পরিবর্তন করা হবে।

সিইসি বলেন, নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ অনেকটাই এগিয়ে এসেছে। যতটুকু বাকি, সেগুলো সবাইকে নিয়ে শেষ করতে হবে। ইসির মূল শপথই হবে একটা সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।

এসময় উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ অন্যান্য কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

আচমকা ফুটবল মাঠে আছড়ে পড়লো বিমান, হতভম্ব সবাই! (ভিডিও)

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লং বিচ শহরের একটি পার্কের ফুটবল মাঠে জরুরি অবতরণ করতে গিয়ে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ