spot_img

সাতক্ষীরায় সাবেক নারী এমপির বাসা থেকে অস্ত্র-মাদক উদ্ধার, ছেলে আটক

অবশ্যই পরুন

সাতক্ষীরায় আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের বাসা থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার (১৫ জুন) দুপুরে শহরের মুনজিতপুর বাড়িতে এ অভিযান চালানো হয়।

অভিযানে বাড়িটি থেকে আটক করা হয়েছে রিফাত আমীনের ছেলে সাফায়েত সরোওয়ার রুমনকে। অভিযানের শুরুতে বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন রুমন। এতে পায়ে আহত হন তিনি।

সাতক্ষীরা সেনাক্যাম্পের মেজর ইফতেখার রহমান জানান, গোপন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানে বাসা থেকে একটি রাইফেল, ৩০০ পিস ইয়াবা, মদসহ মাদক গ্রহণের নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, এই সাবেক নারী সংসদ সদস্য বর্তমানে আমেরিকায় তার বড় ছেলের বাসায় রয়েছেন বলে জানা গেছে। এই বাড়িতে ছোট ছেলে মাদকাসক্ত রুমন একাই বসবাস করছিলেন।

সর্বশেষ সংবাদ

ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ছে সরকার: মিডা চেয়ারম্যান

মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক গতিপথের জন্য শক্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ