spot_img

মানবিক পুলিশবাহিনী চায় সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

এখনকার পুলিশ আগের ১৫ বছরের পুলিশের চেয়ে এক্টিভলি কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সরকার চায় একটি মানবিক পুলিশবাহিনী। আগের সময়ের পুলিশের মতো মানুষের ওপর চড়াও হলেই পুলিশ কাজ করছে– এটা বলা যাবে না।

রোববার (১৫ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে সময় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, তখন থেকেই আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে এবং কাজ শুরু করবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য।

গতকাল উত্তরায় র্যাবের পোশাক পরে নগদের টাকা ছিনতাইয়ের ঘটনায় সরকার উদ্বিগ্ন জানিয়ে তিনি বলেন, যত দ্রুত সম্ভব তাদের গ্রেপ্তার করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের কোনো নাগরিক ভারতে থাকলে তাদের সঠিক নিয়ম অনুযায়ী পাঠানো উচিত। সরকার তা গ্রহণ করবে। তা না করে এভাবে জঙ্গলে ফেলে রাখা ঠিক হচ্ছে না, এটা অমানবিক। এগুলো বন্ধ করতে ভারতের সাথে আনুষ্ঠানিক আলোচনা চলছে।

সর্বশেষ সংবাদ

বিএনপি সংস্কারবিরোধী বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: মির্জা ফখরুল

একটি মহল পরিকল্পিতভাবে বিএনপি সংস্কারবিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ