spot_img

গ্রামেও এখন ঘরে ঘরে ফ্রিজ-এসি: বিদ্যুৎ উপদেষ্টা

অবশ্যই পরুন

গ্রামাঞ্চলের সব জায়গাতে এবার লোডশেডিং হয়েছে কথাটা ঠিক নয় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। রোববার (১৫ জুন) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এখন গ্রামাঞ্চলে বিদ্যুতের চাহিদা বেড়েছে। এখন গ্রামেও ঘরে ঘরে ফ্রিজ-এসি। এলাকা ভেদে কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে। তবে সব জায়গায় হয়নি।

বিদ্যুৎ উপদেষ্টা বলেন, চাহিদা বাড়ায় কিছু কিছু জায়গায় লোড শেডিং হয়েছে। ফেসবুকে একজন পোস্ট দিছে, গ্রামের দিকে নজর দেয় না। আমার সেটি নজরে আসে। মূলত গ্রামে এবার চাহিদা অনেক।’

তিনি বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ ও তারের সংযোগসহ যেসব ক্ষেত্রে যতটুকু করার আছে, আমরা তা করেছি। আমাদের সচিবরা যতটুকু জানতে পারছে, আমরা করেছি। আমরা চেষ্টা করবো, সচেষ্ট থাকবো। আমাদের প্রস্তুতি আছে। এখনো ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এটা ১৮ হাজার মেগাওয়াট করা গেলে সমস্যা থাকবে না। এ জন্য ব্যয়বহুল তেলের মেশিনগুলোও চালাতে হবে।

সর্বশেষ সংবাদ

শিক্ষকদের দাবি অনুযায়ী ভাতা দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন শিক্ষা উপদেষ্টা

বাড়ি ভাড়ার ভাতার বিষয়ে অবশেষে এমপিওভুক্তি শিক্ষক-কর্মচারীদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তিনি বলেছেন, শিক্ষকদের সঙ্গে বৈঠক...

এই বিভাগের অন্যান্য সংবাদ