spot_img

গ্রামেও এখন ঘরে ঘরে ফ্রিজ-এসি: বিদ্যুৎ উপদেষ্টা

অবশ্যই পরুন

গ্রামাঞ্চলের সব জায়গাতে এবার লোডশেডিং হয়েছে কথাটা ঠিক নয় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। রোববার (১৫ জুন) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এখন গ্রামাঞ্চলে বিদ্যুতের চাহিদা বেড়েছে। এখন গ্রামেও ঘরে ঘরে ফ্রিজ-এসি। এলাকা ভেদে কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে। তবে সব জায়গায় হয়নি।

বিদ্যুৎ উপদেষ্টা বলেন, চাহিদা বাড়ায় কিছু কিছু জায়গায় লোড শেডিং হয়েছে। ফেসবুকে একজন পোস্ট দিছে, গ্রামের দিকে নজর দেয় না। আমার সেটি নজরে আসে। মূলত গ্রামে এবার চাহিদা অনেক।’

তিনি বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ ও তারের সংযোগসহ যেসব ক্ষেত্রে যতটুকু করার আছে, আমরা তা করেছি। আমাদের সচিবরা যতটুকু জানতে পারছে, আমরা করেছি। আমরা চেষ্টা করবো, সচেষ্ট থাকবো। আমাদের প্রস্তুতি আছে। এখনো ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এটা ১৮ হাজার মেগাওয়াট করা গেলে সমস্যা থাকবে না। এ জন্য ব্যয়বহুল তেলের মেশিনগুলোও চালাতে হবে।

সর্বশেষ সংবাদ

নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ‍্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ