spot_img

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত

অবশ্যই পরুন

ভারতের উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটি কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশিতে যাচ্ছিল। আর্য এভিয়েশনের এই হেলিকপ্টারটি যাত্রা শুরুর ১০ মিনিটের মাথায় গৌরীকুণ্ড এবং সোনপ্রয়াগের মাঝামাঝি এলাকায় বিধ্বস্ত হয়।

এরইমধ্যে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) এর দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।

উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানায়, হেলিকপ্টারটিতে সাতজন আরোহীর মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক, একজন শিশু, একজন পাইলট ছিলেন। যাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা।

সর্বশেষ সংবাদ

আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের দেয়া ২৮৪ রানের বড় লক্ষ্য তাড়া করে বাংলাদেশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ