spot_img

সিলেটের জাফলংসহ ৫ পাথর কোয়ারি আর ইজারা দেয়া হবে না: পরিবেশ উপদেষ্টা

অবশ্যই পরুন

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সিলেটের জাফলংসহ ৫ পাথর কোয়ারি আর ইজারা দেবে না সরকার। এর সাথে জড়িত শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

শনিবার (১৪ জুন) সকালে সিলেটের জাফলংয়ের পাথর কোয়ারি পরিদর্শনে যান রিজওয়ানা হাসান ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন পরিবেশ উপদেষ্টা।

পরিবেশ উপদেষ্টা বলেন, পাথর উত্তোলনের কারণে নদীর পাড় ভেঙে গেছে ও নদী গতিপথ পরিবর্তন হয়েছে। পাথর লুট বন্ধে স্থানীয় প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই সকল পাথর ভাঙার মিল সরিয়ে ফেলতেও বলা হয়েছে।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, পর্যটনকেন্দ্র ও বিনোদনকেন্দ্র তৈরি করে এখানে বর্তমানের চারগুন বেশি কর্মসংস্থান তৈরি করা সম্ভব।

এদিকে, ইজারা না দেয়ার ঘোষণার পর উপদেষ্টা রিজওয়ানার গাড়ি আটকে স্থানীয় কয়েকজন বিক্ষোভ করেন। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

এর আগে, সিলেটের পিয়াইন নদী ঘুরে দেখেন দুই উপদেষ্টা রিজওয়ানা হাসান ও মুহাম্মদ ফাওজুল কবির খান।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে জেলেনস্কি- ট্রাম্পের ফোনালাপ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ক্রমাগত হামলার মধ্যেই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ এবং যৌথ...

এই বিভাগের অন্যান্য সংবাদ