spot_img

পাল্টা জবাবে ইসরায়েলে শতাধিক ড্রোন হামলা চালালো ইরান

অবশ্যই পরুন

ইসরাইলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। গত কয়েক ঘণ্টায় ইসরাইলে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে দেশটি। শুক্রবার (১৩ জুন) এই তথ্য নিশ্চিত করেছে তেলআবিব।

আইডিএফ মুখপাত্র জানান, গত কয়েক ঘণ্টায় ইসরাইলের দিকে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইরান। তাদের সমস্ত প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত করার জন্য কাজ করছে ইসরায়েল।

এর আগে শুক্রবার (১৩ জুন) ভোরে তেহরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। ইসরাইল এ হামলাকে ‘রাইজিং লায়ন’ নাম দিয়েছে। ইরানের কমান্ডার এবং ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর পর পালটা হামলার আশঙ্কায় সারা দেশে জরুরি অবস্থা জারি করা হয়।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রেকর্ডকৃত এক ভিডিও বার্তায় জানান, যতদিন প্রয়োজন ততদিনই ইরানে হামলা অব্যাহত রাখবে তেলআবিব।

তিনি আরও বলেন, ইরানের হুমকি মোকাবেলায় কিছুক্ষণ আগেই অপারেশন রাইজিং লায়ন পরিচালনা করেছে ইসরায়েল। তেলআবিবের অস্তিত্বের জন্য এই হুমকি শেষ না পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে। দশকের পর দশক ধরে তারা আমাদের ধ্বংসের জন্য হুঙ্কার দিয়ে আসছে।

সর্বশেষ সংবাদ

১৪ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

জাতীয় সংলাপ ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার অংশ হিসেবে ১৪টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ