spot_img

ইরানে ইসরায়েলের হামলা, নিজেদের অবস্থান স্পষ্ট করলো যুক্তরাষ্ট্র

অবশ্যই পরুন

ইরানে চালানো ইসরায়েলের একতরফা হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘আজ রাতে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একতরফা পদক্ষেপ নিয়েছে। এ হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয়। আমাদের প্রথম অগ্রাধিকার হলো—মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা।’

রুবিও আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রশাসন আমাদের বাহিনী সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নিয়েছে এবং আমরা আমাদের আঞ্চলিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। ইরানকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি—যুক্তরাষ্ট্রের স্বার্থ বা কোনো মার্কিন নাগরিকের ওপর হামলা সহ্য করা হবে না।’

এদিকে, বৃহস্পতিবার রাতভর ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও সূত্রে জানা গেছে, হামলার লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ হামলাকে ‘প্রতিরোধমূলক’ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।

সেনাবাহিনীর বরাত দিয়ে হিব্রু সংবাদমাধ্যমগুলো জানায়, ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনা, বিশেষ করে এলিট রেভল্যুশনারি গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসস্থল, এ হামলার টার্গেট ছিল।

ইসরায়েল এ ঘটনার পর দেশব্যাপী জরুরি অবস্থা জারি করে এবং আকাশসীমা বন্ধ ঘোষণা করে। আন্তর্জাতিক সব ফ্লাইট অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে, ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরানসহ আশপাশের এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিরাপত্তাজনিত কারণে তেহরানের ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ইমন-হৃদয়ের ফিফটি, ২৪৮ রানে অলআউট বাংলাদেশ

সিরিজ বাঁচানোর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নির্ধারিত ওভারের আগেই অলআউট হয়ে গেছে সফরকারীরা। পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়ের হাফ-সেঞ্চুরিতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ