spot_img

ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধানসহ ২ পরমাণু বিজ্ঞানী নিহত

অবশ্যই পরুন

ইসরায়েলের হামলায় মারা গেছেন ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। এছাড়া এ হামলায় ২ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলেও জানা গেছে।

শুক্রবার (১৩ জুন) দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসনিম এবং তেহরান টাইমস এ তথ্য নিশ্চিত করেছে। এ হামলায় ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারও প্রাণ গেছে।

প্রতিবেদনে জানা গেছে, হামলার সময় মেজর জেনারেল হোসেইন সালামি আইআরজিসির হেডকোয়ার্টার্সে অবস্থান করছিলেন। একই হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরির মৃত্যুর গুঞ্জন উঠলেও তা উড়িয়ে দিয়েছে ইরানি বার্তা সংস্থা ইরনা।

এদিকে, হামলায় তেহরানের অন্তত ৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান হামলার পর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে ইরানের আকাশসীমা।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে জেলেনস্কি- ট্রাম্পের ফোনালাপ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ক্রমাগত হামলার মধ্যেই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ এবং যৌথ...

এই বিভাগের অন্যান্য সংবাদ