spot_img

ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধানসহ ২ পরমাণু বিজ্ঞানী নিহত

অবশ্যই পরুন

ইসরায়েলের হামলায় মারা গেছেন ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। এছাড়া এ হামলায় ২ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলেও জানা গেছে।

শুক্রবার (১৩ জুন) দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসনিম এবং তেহরান টাইমস এ তথ্য নিশ্চিত করেছে। এ হামলায় ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারও প্রাণ গেছে।

প্রতিবেদনে জানা গেছে, হামলার সময় মেজর জেনারেল হোসেইন সালামি আইআরজিসির হেডকোয়ার্টার্সে অবস্থান করছিলেন। একই হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরির মৃত্যুর গুঞ্জন উঠলেও তা উড়িয়ে দিয়েছে ইরানি বার্তা সংস্থা ইরনা।

এদিকে, হামলায় তেহরানের অন্তত ৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান হামলার পর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে ইরানের আকাশসীমা।

সর্বশেষ সংবাদ

দীর্ঘ বিতর্কের পর মুখ খুললেন দীপিকা পাড়ুকোন

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন গত বছরের সেপ্টেম্বরে প্রথমবারের মতো মা হন। কন্যা দুয়ার জন্মের পর থেকেই তিনি ঘোষণা দিয়েছিলেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ