spot_img

কারফিউ অমান্য করায় লস অ্যাঞ্জেলেসে চলছে ‘গণগ্রেফতার’

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ শহর লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারির পর থেকে রাস্তায় লোক জড়ো হওয়ার সঙ্গে সঙ্গে ‘গণগ্রেফতার’ চলছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার (১১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছে, কারফিউ বলবৎ থাকায় ‘এই অভিবাসী দলগুলোকে মোকাবেলা করা হচ্ছে এবং গণগ্রেফতার চলছে।

এর আগে, ক্যালিফোর্নিয়ায় অভিবাসনবিরোধী ট্রাম্প প্রশাসনের ধরপাকড়ের প্রতিবাদে শহরের ডাউনটাউনে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে লস অ্যাঞ্জেলেসে আংশিক কারফিউ জারি করা হয়।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস বলেন, কারফিউ রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে এবং এটি প্রায় এক বর্গমাইলজুড়ে ডাউনটাউন এলাকা কভার করবে। লস অ্যাঞ্জেলেসে ভাঙচুর ও লুটপাট ঠেকাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ

বার বার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা: ধর্ম উপদেষ্টা

বার বার মব জাস্টিস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তা নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা বলে মনে করেন ধর্ম উপদেষ্টা আ...

এই বিভাগের অন্যান্য সংবাদ