spot_img

ট্রাম্পের রাশিয়ার ‘প্রতিশোধের’ যুক্তিতে ইউক্রেনীয়দের ক্ষোভ

অবশ্যই পরুন

গত সপ্তাহে রাশিয়ার বিমান ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলার কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘তারা (ইউক্রেন) পুতিনকে দেশটির উপর ভয়াবহ বোমাবর্ষণের কারণ দিয়েছে।’

শুক্রবার (৬ জুন) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

এটাও স্পষ্ট যে গত বুধবার (৪ জুন) টেলিফোন আলোচনায় পুতিন ট্রাম্পকে রাশিয়ার ভেতরে একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা সম্পর্কে বলেছেন, যেটিকে ক্রেমলিন ইউক্রেনীয় সন্ত্রাসী কর্মকাণ্ড বলে দাবি করেছে।

তবে ইউক্রেনের সম্পৃক্ততার দাবির পক্ষে রাশিয়া এখনো কোনো প্রমাণ দেয়নি। এদিকে, ইউএস প্রেসিডেন্ট ট্রাম্পের এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের নাগরিকরা। ইউক্রেনীয়দের দাবি, রাশিয়া তিন বছর ধরে ইউক্রেনের শহরগুলোতে বোমাবর্ষণ করছে—এমন পরিস্থিতিতে ইউএস প্রেসিডেন্টের ‘প্রতিশোধ’-এর কথা বলা হাস্যকর।

‘অপারেশন স্পাইডার্স ওয়েব’ শুরুর আগের রাতে, রাশিয়া ইউক্রেনের ওপর ৪৭২টি ড্রোন হামলা চালায়, যা দেশ দুটির যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় বিমান হামলাগুলোর মধ্যে একটি।

চলতি সপ্তাহের শুরুর দিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন যে রাশিয়ার বিমান ঘাঁটিতে ড্রোন হামলা (যেখানে অনেকগুলো কৌশলগত বোমারু বিমান ও অন্যান্য বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে) ঘটত না যদি যুদ্ধবিরতি কার্যকর থাকত।

সর্বশেষ সংবাদ

চিরবৈরী আজারবাইজান-আর্মেনিয়ার নেতাদের এক টেবিলে বসিয়ে শান্তি চুক্তি করালেন ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় একটি শান্তি চুক্তি সই করেছে চিরবৈরী দুই দেশ আজারবাইজান ও আর্মেনিয়া। এর ফলে কয়েক দশকের সংঘাতের পর...

এই বিভাগের অন্যান্য সংবাদ