spot_img

হামজা-শামিতদের বিপক্ষে খেলতে ঢাকায় সিঙ্গাপুর ফুটবল দল

অবশ্যই পরুন

বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকায় এসে পৌছেছে সিঙ্গাপুর ফুটবল দল। শনিবার (৭ জুন) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে দলটিকে বহনকারী বিমান।

৪২ সদস্যের বিশাল বহর নিয়ে এসেছে সিঙ্গাপুর। ২৩ জন খেলোয়াড়ের সঙ্গে আছেন কোচিং স্টাফ ও কর্মকর্তাসহ আরও ১৯ জন। বিকেলে উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়নে অনুশীলন করার কথা সফরকারীদের।

সোমবার ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবেন সিঙ্গাপুরের খেলোয়াড়রা। আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে নামবে বাংলাদেশ ও সিঙ্গাপুর।

সর্বশেষ সংবাদ

জুলাই অভ্যুত্থানের হত্যা মামলা পরিচালনায় সাত সদস্যের কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের বিচার কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করতে সাত সদস্যের একটি কমিটি গঠন...

এই বিভাগের অন্যান্য সংবাদ