spot_img

আবার আসছেন রজনীকান্ত, পর্দায় ফিরছে ‘জেলার টু’

অবশ্যই পরুন

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ দক্ষিণ ভারতীয় সিনেমায় এনে দেয় নতুন আলোড়ন। রজনীকান্তের দুর্দান্ত পারফরম্যান্স, তীব্র অ্যাকশন ও নাটকীয় গল্পের মিশেলে ছবিটি হয়ে ওঠে বছরজুড়ে আলোচিত এক ব্লকবাস্টার। সেই জনপ্রিয়তা ও সফলতার ধারাবাহিকতায় এবার আসছে এর সিক্যুয়েল—‘জেলার টু’। বড় পর্দায় রজনীকান্তকে আবারও দেখার অপেক্ষায় মুখিয়ে আছেন ভক্তরা।

ছবিতে রজনীকান্তের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এস. জে. সূর্য ও রাম্যা কৃষ্ণানকে। সংগীতে থাকছেন জনপ্রিয় কম্পোজার অনিরুদ্ধ রবিচন্দ্রন, যিনি আগের কিস্তির মত এবারও শ্রোতাদের জন্য তৈরি করবেন হিট সব গান ও ব্যাকগ্রাউন্ড স্কোর।

‘জেলার টু’ মুক্তি পাচ্ছে ২০২৫ সালের আগস্ট মাসে, যদিও নির্দিষ্ট দিন এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি। ধারণা করা হচ্ছে, ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ছবিটি মুক্তি পেতে পারে, যাতে করে ছুটির আমেজে সিনেমাপ্রেমীরা উপভোগ করতে পারেন রজনীকান্তের দুর্দান্ত প্রত্যাবর্তন।

২০২৩ সালের ‘জেলার ’ ছিল বিশাল বক্স অফিস সাফল্য, যা বিশ্বব্যাপী প্রায় ৬৫০ কোটি রুপি আয় করেছিল। সেই জনপ্রিয়তা ও দর্শকপ্রত্যাশার ধারাবাহিকতায় ‘জেলার টু’ও হয়ে উঠতে পারে ২০২৫ সালের অন্যতম ব্লকবাস্টার সিনেমা।

রজনীকান্তের অনুরাগীরা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। নির্মাতাদের দাবি, প্রথম কিস্তির চেয়েও বড় পরিসরে তৈরি হচ্ছে সিক্যুয়েলটি। এবার গল্পে থাকবে আরও বেশি অ্যাকশন, চমক এবং আবেগের সংমিশ্রণ। ‘জেলার টু’ শুধু সিনেমা নয়, রজনীকান্ত-ভক্তদের জন্য এক আবেগের নাম হয়ে উঠতে চলেছে।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনের কারাগারে রাশিয়ার হামলা, যুদ্ধ বন্ধে ট্রাম্পের হুঙ্কার

ইউক্রেনের একটি কারাগারে হামলা চালিয়েছে রাশিয়া। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৭ জন এবং আহত হয়েছেন প্রায় অর্ধশত। মঙ্গলবার (২৯ জুলাই) এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ