২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে কোচিংয়ের অভিষেক হতে যাচ্ছে কার্লো আনচেলত্তির। বৈশ্বিক মঞ্চে ব্রাজিলকে কক্ষপথে ফিরিয়ে আনতে এই ইতালিয়ান মাস্টার মাইন্ডেই ভরসা রাখছে সেলেসাওরা। একই দিনে চিলির বিপক্ষে মাঠে নামবে মেসিরা।
নানা নাটকীয়তার পর ব্রাজিলের ডাগআউটে এখন কার্লো আনচেলত্তি। নিজেদের ঐতিহ্যের বাইরে গিয়ে প্রথমবারের মতো কোনো নন-ব্রাজিলিয়ান কোচকে পূর্ণ মেয়াদে ডাগআউটে দাঁড়ানোর সুযোগ দিয়েছে ব্রাজিল। কারণ লম্বা সময় ধরে বিশ্বকাপের মঞ্চে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হচ্ছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। কাতার বিশ্বকাপেও কোয়ার্টার থেকে ঘরের বিমান ধরতে হয়েছে সেলেসাওদের। শেষ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ২০০২ সালে। বিশ্ব মঞ্চে সেই খরা ঘুঁচাতেই এবার ভরসা রাখতে হচ্ছে আনচেলত্তিতেই।
৬ জুন বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে কোচিংয়ের অভিষেক হতে যাচ্ছে আনচেলত্তির। কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই তাকে ঘিরে স্বপ্ন বুনতে শুরু করেছেন ব্রাজিলিয়ানরা। তাদের অনেকেরই বিশ্বাস, আনচেলত্তিই পারবেন ব্রাজিলের হারানো গৌরব ফিরিয়ে আনতে।
২৬ সদস্যের ব্রাজিল দলে প্রতিফলন ঘটেছে নিজস্ব চিন্তা ভাবনার। আক্রমণ ও রক্ষণের সামঞ্জস্য রেখেই ইকুয়েডর বধের ছক আঁকছেন তিনি। নতুন মিশনের শুরুতে দলে নেই নেইমার-রদ্রিগোদের মতো তারকারা। মূলত চোটের কারণে এই তারকা খেলোয়াড়দের রাখতে পারেননি আনচেলত্তি। দলের সঙ্গে থাকলেও দ্বিতীয় হলুদ কার্ডের কারণে ম্যাচে থেকে ছিটকে গেছেন রাফিনহা।
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের টেবিলে বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল। আনচেলত্তির কোচিংয়ে ব্রাজিল কেমন খেলে, সেটিই এখন বড় প্রশ্ন।
একই দিনে চিলির মাঠে আতিথেয়তা নেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পাশাপাশি ফুরিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা ডেরায় ফেরার অপেক্ষা। ৭ মাসের বিরতির পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে চিলির বিপক্ষে তার মাঠে নামা এখনও নিশ্চিত নয়। মেসি শেষবার দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন ২০২৪ সালের নভেম্বরে।
গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে মেসি না খেলতে পারলেও ওই সময়ই বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলে বিশ্ব চ্যাম্পিয়নরা। চোট ও নিষেধাজ্ঞার কারণে নিয়মিত খেলোয়াড়দের ছয় জনকে চিলির বিপক্ষে পাবেন না স্কালোনি। দলে আছেন তিন নতুন মুখ। আগেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়ে যাওয়ায় নতুন কিংবা অন্যদের সুযোগ দিতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ। ১৪ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে টেবিল টপার স্কালোনি শিষ্যরা।