spot_img

গাজার পরিস্থিতি নরকের চেয়েও খারাপ: রেডক্রস প্রেসিডেন্ট

অবশ্যই পরুন

ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেডক্রসের (আইসিআরসি) প্রেসিডেন্ট মিরিয়ানা স্পোলয়ারিচ বলেছেন, গাজার পরিস্থিতি নরকের চেয়েও খারাপ হয়ে পড়েছে।

সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সদর দফতরে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মানবিকতা ব্যর্থ হচ্ছে। রাষ্ট্রগুলো যুদ্ধ বন্ধের পাশাপাশি ফিলিস্তিনের দুর্ভোগের অবসান এবং ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।

ক্ষোভ জানিয়ে রেডক্রসের প্রেসিডেন্ট আরও জানান, গাজাবাসীর মানবিক মর্যাদা হরণ করা হয়েছে। এছাড়াও, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলেন তিনি।

আইসিআরসি এমন একটি আন্তর্জাতিক সংগঠন, যারা যুদ্ধ এলাকায় কার্যক্রম পরিচালনা করে। গাজায় তাদের ১৩০ জন কর্মী আছে, যাদের বেশিরভাগই ফিলিস্তিনি।

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে সার্জিক্যাল হাসপাতাল পরিচালনা করে সংস্থাটি। সম্প্রতি এ হাসপাতালের কাছে ত্রাণ বিতরণ কেন্দ্রে হতাহতের ঘটনা ঘটেছে।

সর্বশেষ সংবাদ

‘ফ্যাসিবাদ মোকাবিলায় রাজনৈতিক দলগুলোতে কোনো মতবিরোধ নেই’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাশে থাকার আশ্বাস দিয়েছে চারটি রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলো হলো- বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী,...

এই বিভাগের অন্যান্য সংবাদ