spot_img

নরেদ্র মোদি নেতানিয়াহুর ‘সস্তা ভার্সন’: বিলওয়াল ভুট্টো

অবশ্যই পরুন

ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদিকে কটাক্ষ করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেছেন, নরেদ্র মোদি বেনিয়ামিন নেতানিয়াহুর ‘সস্তা ভার্সন’। আরও বলেন, ভারত এখন ইসরায়েল থেকে অনুপ্রেরণা নিচ্ছে। মোদি নিজেকে নেতানিয়াহুর মতো প্রমাণ করার চেষ্টা করছেন— কিন্তু তিনি তার (নেতানিয়াহুর) ধারে-কাছেও নেই।

মঙ্গলবার (৩ জুন) নিউইয়র্কে জাতিসংঘে এক বক্তব্যে এসব মন্তব্য করেন পাকিস্তান পিপলস পার্টির এই নেতা। তিনি বর্তমানে পাকিস্তানি প্রতিনিধি দলের অংশ হিসেবে নিউইয়র্ক সফরে রয়েছেন।

ভুট্টো বলেন, ‘মোদি হচ্ছেন নেতানিয়াহুর ‘তেমু ভার্সন’—অর্থাৎ একেবারে সস্তা অনুকরণ। আমরা ভারতের সরকারকে আহ্বান জানাই, তারা যেন এমন নেতিবাচক উদাহরণ থেকে অনুপ্রেরণা না নেয়।

মূলত তেমু (Temu) হচ্ছে চীনের জনপ্রিয় একটি অনলাইন মার্কেটপ্লেস, যেখানে খুব সস্তা দামে পণ্য পাওয়া যায় — কিন্তু অনেক সময়ই সেগুলো হয় কম মানের বা মূল পণ্যের নিম্নমানের অনুকরণ।

তিনি আরও বলেন, পাকিস্তান তার মহান সভ্যতাগত ঐতিহ্য নিয়ে গর্ব করে। আমরা সিন্ধু সভ্যতার উত্তরাধিকারী। মোহেঞ্জোদারো আমার নির্বাচনী এলাকার কাছেই। ভারতও এই ঐতিহ্য নিয়ে গর্ব করে।

সর্বশেষ সংবাদ

২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা সম্ভব নয়: জুলিয়ান উড

পাওয়ার হিটিং একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া—এটি এক বা দুই সপ্তাহের মধ্যে আয়ত্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ