spot_img

সিরিয়ায় সামরিক ঘাঁটি কমিয়ে আনার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে দেশটিতে থাকা আটটি সামরিক ঘাঁটি কমিয়ে মাত্র একটি ঘাঁটিতে নামিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। তুরস্কের এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিযুক্ত নতুন বিশেষ দূত থমাস ব্যারাক এই ঘোষণা দেন।

ব্যারাক জানান, বিগত শতাব্দীর মার্কিন নীতিগুলো কার্যকর হয়নি বলেই এবার একটি ভিন্ন কৌশল নেওয়া হচ্ছে। সিরিয়ায় প্রায় ২০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যারা ইসলামিক স্টেটের পুনরুত্থান ঠেকাতে স্থানীয় বাহিনীর সঙ্গে কাজ করছে। মূলত এই সেনারাই উত্তর-পূর্ব সিরিয়ায় অবস্থান করছে।

তিনি বলেন, এই ঘাঁটি কমানোর প্রক্রিয়ায় ইতিমধ্যেই দেইর এল-জোর অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে সামরিক সরঞ্জাম ও বাহন, এবং সেগুলো হাসাকাহ প্রদেশে সরিয়ে নেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, দেইর এল-জোর থেকে পুরোপুরি মার্কিন সেনা প্রত্যাহার করা হবে।

এদিকে, সিরিয়ার নতুন সরকার গঠনের সম্ভাবনার মধ্যে যুক্তরাষ্ট্রের মিত্র কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে নতুন সিরিয়ান সরকারের অংশ হিসেবে একীভূত করার প্রচেষ্টাও চলছে।

তথ্যসূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে দলগুলো একমত

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। তবে কী আইন বা নীতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ