spot_img

৭ দিনে ২০ লাখ হাজিদের জন্য স্পেশাল মেট্রো ট্রিপ ব্যবস্থা সৌদি আরবের

অবশ্যই পরুন

মক্কায় অবস্থিত পবিত্র স্থানগুলোর মধ্যে হজযাত্রীদের চলাচল সহজ করতে আল-মাশাআর আল-মুকাদ্দাসাহ মেট্রো লাইন (পবিত্র স্থানগুলোর রেল পরিষেবা) এবার রেকর্ড পরিষেবা দেবে। আগামী ৭ দিনে এই মেট্রো ৪ হাজার ৯শ’ ট্রিপ সম্পন্ন করে ২০ লাখ যাত্রী পরিবহন করার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরবের রেল কর্তৃপক্ষ। সোমবার (২ জুন) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়।

এই বিশেষ রেল পরিষেবা বছরে মাত্র ৭ দিন হজের সময় চালু হয়। সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক সেবা মন্ত্রণালয়ের মুখপাত্র সালেহ আল-জুয়াইদ হজযাত্রীদের জন্য রেল সেবা প্রস্তুতির বিস্তারিত তথ্য জানান।

তার মতে, বিশ্বের ৭১টি দেশের ২৩৮টি গন্তব্য থেকে মোট ৬২টি এয়ারলাইন্সের ৩ হাজার ৩শ’ ১৪টি ফ্লাইট ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছে। এছাড়াও, হরমাইন হাই-স্পিড রেলওয়ে পরিষেবার ট্রিপ সংখ্যা গত বছরের তুলনায় ৭৫% বৃদ্ধি পেয়েছে।

এবারের নতুন উদ্যোগ ‘লাগেজ ছাড়াই হজ’—যেখানে যাত্রীদের লাগেজ আলাদাভাবে পাঠিয়ে ট্রেনে মক্কায় যাওয়ার সুবিধা দেয়া হচ্ছে। এছাড়া, ২৫,০০০-এর বেশি বাস হজযাত্রীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করবে বলে জানান মুখপাত্র সালেহ আল-জুয়াইদ।

সর্বশেষ সংবাদ

জোটাকে স্মরণের ম্যাচে রোনালদোর রেকর্ড আর পর্তুগালের গোল উৎসব

বয়সটা ৪০ পেরিয়েছে? মাঠে এখনো যেন টগবগে তরুণ ক্রিশ্চিয়ানো রোনালদো। তার আরও একবার জাদুকরী পারফরম্যান্সে ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের...

এই বিভাগের অন্যান্য সংবাদ