spot_img

টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

অবশ্যই পরুন

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার(৩ জুন) সকাল ৯টার দিকে বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেরপুর সদর উপজেলার আমজাদ হোসেন ও তার দুই ছেলে আতুল ও অতুল। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে ঈদ উপলক্ষে তারা শেরপুরের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। করটিয়া এলাকায় পৌঁছালে তারা নাস্তা করার জন্য বিরতি দিতে চায়। পথে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আমজাদ হোসেন ও তার দুই ছেলে অতুল ও আতুল মারা যায়।

মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জামুর্কি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

অর্থ পাচার ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, শত শত কোটি ডলারের চুরি করা সম্পদ করস্বর্গ ও ধনী দেশে পাচার ঠেকাতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ