spot_img

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জমা সালাহউদ্দিনের

অবশ্যই পরুন

শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে গুমের অভিযোগ এনে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে আন্তর্জাতিক অবরোধ ট্রাইব্যুনালে যান সালাহউদ্দিন আহমেদ। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে অভিযোগ পত্রটি জমা দেন তিনি। এ সময় উন্মুক্ত বিচার ব্যবস্থাকে সাধুবাদ জানান তিনি।

সালাহউদ্দিন বলেন, জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দেশবাসী দেখতে চায়। তাই বিএনপি ক্ষমতায় এলেও আকাঙ্ক্ষা অব্যাহত থাকবে।

৬১ দিন গুম থাকার বিষয়ে তিনি বলেন, এ নিয়ে তিনি আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছেন, আদালত বিচার যা করবে মেনে নেবেন তিনি। তবে চান আসামিদের সর্বোচ্চ সাজা।

সর্বশেষ সংবাদ

২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাঙ্কিংয়ে রয়েছেন মেসি, রোনালদো!

চলতি বছরে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথমবারে মতো ব্যালন ডি’অর জিতেছেন ওসামান দেম্বেলে। তার হাত ধরেই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ...

এই বিভাগের অন্যান্য সংবাদ