spot_img

৭ বছরেই আন্তর্জাতিক ক্যারিয়ার বিদায় জানালেন ক্লাসেন

অবশ্যই পরুন

৭ বছর যেতে না যেতেই আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানিয়ে দিলেন হেইনরিখ ক্লাসেন। ২০১৮ সালে দেশের হয়ে খেলা শুরু করেছিলেন। অবসরের কারণ হিসেবে পরিবারকে বেশি করে সময় দেওয়ার কথা উল্লেখ করেছেন ৩৩ বছর বয়সি ক্রিকেটার।

সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে ক্লাসেন বলেন, ‘আজকের দিনটা আমার জন্য দুঃখের। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার অনেক সময় লেগেছে। আমি নিজেকে ও পরিবারকে সময় দেওয়ার জন্যই অবসর নিচ্ছি।’

২০১৮ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক যাত্রা শুরু হয়েছিলো ক্লাসেনের। একই বছর হয় টি-২০ অভিষেক। প্রথম টেস্ট খেলেন ২০১৯ সালে। ৪ টেস্টের ক্যারিয়ারে গত বছরের জানুয়ারিতে বিদায় জানান তিনি।

ক্লাসেন গত বছর টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলেছেন। ফাইনালে স্বপ্নভঙ্গ হওয়ায় জাতীয় দলের মতো তার দলগত অর্জনও শূন্য। তিনি দেশের হয়ে ৬০টি ওয়ানডে ও ৫৮টি টি-২০ খেলেছেন। ওয়ানডেতে ২১৪১ ও টি-টোয়েন্টিতে ১০০০ রান করেছেন।

সর্বশেষ সংবাদ

৩-৪ কর্মদিবসের মধ্যে গণভোট আইন করা হবে: আইন উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে, প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ...

এই বিভাগের অন্যান্য সংবাদ