spot_img

বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা শিগগিরই: ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

বাংলাদেশিদের জন‍্য ইন্দোনেশিয়ায় ‍অন অ্যারাইভাল ভিসা সুবিধা দ্রুত চালুর বিষয়ে পর্যালোচনা করা হবে। এই ইস্যু যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের লক্ষ্যে দুদেশ কাজ করছে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী আরামানথা ক্রিস্টিয়ান নাসির।

সোমবার (২ জুন) দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। এসময় নাসির বলেন ইন্দো-বাংলাদেশ সম্পর্ককে আরও দৃঢ় করতে আগ্রহী তারা।

উপদেষ্টার সাথে বৈঠকে বাণিজ্য বিনিয়োগ ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আলোচনা হয়েছে এবং খুব দ্রুতই বাংলাদেশ ইন্দোনেশিয়া এফওসি হবে বলেও জানান পররাষ্ট্র উপমন্ত্রী।

তিনি জানান, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের আন্তর্জাতিক মহলের সহযোগিতা লাগবে। তবে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশের পাশে আছে ইন্দোনেশিয়া। ভূ রাজনৈতিক দিক থেকে দু দেশ খুব কাছাকাছি থাকলেও সম্পর্ক নিবিড় নয় তাই বাংলাদেশে ইন্দোনেসিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ইন্দোনেশিয়া।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনের লক্ষ্যবস্তুতে চেচনিয়ার রাজধানী, প্রতিশোধের ঘোষণা চেচেন নেতা কাদিরভের

চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে ইউক্রেনের ড্রোন হামলার প্রেক্ষিতে প্রতিশোধের ঘোষণা দিয়েছেন চেচেন প্রেসিডেন্ট রমজান কাদিরভ। পাল্টা জবাব হিসেবে আগামী এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ