spot_img

উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে পিএসজি-টটেনহাম

অবশ্যই পরুন

শেষ হয়েছে ইউরোপিয়ান ফুটবলের ঘরোয়া ও মহাদেশীয় মৌসুম। আগস্ট থেকে শুরু হবে দেশগুলোর লিগ ও কাপ টুর্নামেন্টের পাশাপাশি উয়েফার নতুন সিজন। উয়েফা প্রতিবছর ইউরোপিয়ান ফুটবল প্রতিযোগিতার আয়োজন শুরু করে সবশেষ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ জয়ী দলের মধ্যকার একটি ম্যাচ দিয়ে। এই ম্যাচটিকেই বলে ‘উয়েফা সুপার কাপ’।

আগামী ১৩ আগস্ট ইতালির স্টাডিও ফ্রিউলিতে এবারের উয়েফা সুপার কাপের ম্যাচে মুখোমুখি হবে পিএসজি ও টটেনহাম।

গত ২২ মে ইউরোপা লিগের ফাইনালে ম্যান ইউনাইটেডকে হারিয়ে শিরোপা জেতে টটেনহাম। শনিবার (৩১ মে) মিউনিখে অনুষ্ঠিত হয় উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। এতে জয় পায় ফরাসি ক্লাব পিএসজি। আর এতেই নির্ধারিত হয়ে যায় সুপার কাপের দুই প্রতিপক্ষ।

উল্লেখ্য, টটেনহামের জন্য এটি প্রথম সুপার কাপ ম্যাচ হলেও পিএসজির জন্য এটি হবে দ্বিতীয় অভিজ্ঞতা। ১৯৯৬ সালেও এই ম্যাচ খেলেছিল পিএসজি।

সর্বশেষ সংবাদ

পাকিস্তানি মেয়েদের কাছে হারলো বাংলাদেশ

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে মাত্র ৮৮ রানে থামানোর পরও ১৩ রানের পরাজয় বরণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ