spot_img

৬ দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ

অবশ্যই পরুন

হত্যা ও ভাঙচুরের দুই মামলায় ৬ দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ও কন্ঠশিল্পী মমতাজকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১ জুন) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন।

এদিন সকালে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সাবেক এই এমপিকে আদালতে আনা হয়। তবে নতুন কোনো মামলায় তাকে গ্রেফতার দেখায়নি পুলিশ।

এর আগে, ২০১৩ সালে সিংগাইরের গোবিন্দলে চারজনকে গুলি করে হত্যা মামলায় ৪ দিন এবং হরিরামপুরে বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের মামলায় মমতাজকে ২ দিনের রিমান্ডে পাঠায় মানিকগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। হত্যাসহ একাধিক মামলা রয়েছে জনপ্রিয় এই কন্ঠশিল্পীর বিরুদ্ধে।

উল্লেখ্য, গত ১২ মে ধানমন্ডির এক বাসা থেকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে। তখন কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে তোলা হলে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে।

সর্বশেষ সংবাদ

হুমকি দিয়ে ট্রাম্প বললেন, ‌‘যুক্তরাষ্ট্রে ১৯৩০-এর মতো মহামন্দা হতে পারে’

নিজের শুল্কনীতিকে ঘিরে এবার যুক্তরাষ্ট্রকেই বিপদের ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিচারব্যবস্থার দিকেও ছুঁড়ে দিলেন হুঁশিয়ারি। ট্রাম্পের...

এই বিভাগের অন্যান্য সংবাদ