পৌরাণিক কাহিনি ও ভৌতিক রোমাঞ্চের মিশেলে তৈরি বলিউড অভিনেত্রী কাজল অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘মা’ নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে তৈরি হয়েছে কৌতূহল। ছবিটির কেন্দ্রবিন্দুতে রয়েছে এক মায়ের আত্মা—যিনি তার সন্তানকে রক্ষার জন্য মৃত্যুর পরেও ফিরে আসেন। কাজল অভিনীত এই চরিত্রটিতে ধরা পড়েছে মাতৃত্বের অতিপ্রাকৃত রূপ, যেখানে ভালোবাসা আর প্রতিশোধ এক হয়ে ওঠে। পুরাণ, লোককথা ও আধুনিক হরর ছোঁয়ায় ‘মা’ হতে যাচ্ছে এক ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা, যা ভয়ের পাশাপাশি ছুঁয়ে যাবে মনের গভীরে।
ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, এ মুহূর্তে আলোচিত ভারতীয় ছবিগুলোর মধ্যে অন্যতম এটি। আইএমডিবি’র রিপোর্টে মুক্তি প্রতিক্ষীত আলোচিত ১০ ছবির মধ্যে রয়েছে কাজলের ‘মা’। এটি একটি পৌরাণিক ভৌতিক ছবি, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২৭ জুন।
এরইমধ্যে ছবিটির ট্রেলারও প্রকাশ হয়েছে। বিশাল ফুরিয়া নির্মিত এ ছবির গল্পটি শয়তানের জগৎ থেকে এক মা-মেয়ের, যারা একটি পুরানো প্রাসাদে চলে যায়। কিন্তু গল্পটি ভয়াবহ মোড় নেয় যখন একটি অতিপ্রাকৃত সত্তা তার মেয়েকে নিয়ে যায়, এবং এখন মায়ের উপর নির্ভর করে যে সে তাকে মন্দের খপ্পর থেকে উদ্ধার করতে পারবে কী না। আইএমডিবি’র সর্বাধিক প্রত্যাশিত তালিকায় ৭ নাম্বারে রয়েছে এই ছবি।
আইএমডিবি’র সর্বাধিক প্রত্যাশিত তালিকায় এক নাম্বারে রয়েছে তরুণ মনসুখানির তারকাবহুল ছবি কমেডি থ্রিলার ‘হাউসফুল ৫’। এটি ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত, ফারদিন খান, শ্রেয়াস তালপাদে, নানা পাতে। দুই নাম্বারে রয়েছে বিজয় কনকমেডালার দক্ষিণী ছবি ‘ভাইরাবাম’। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৩০ মে।
তিন নাম্বারে রয়েছে আমির খানের ‘সিতারে জমিন পার’। এটি মুক্তি পাবে ২০ জুন। ছবিটি একজন অদ্ভুত বাস্কেটবল কোচের চারপাশে আবর্তিত হয় যাকে প্রতিবন্ধী খেলোয়াড়দের একটি দলকে প্রশিক্ষণ দিতে হয়। ছবিটিকে ‘তারে জমিন পার’র সিক্যুয়েল হিসেবে বর্ণনা করা হচ্ছে এবং এতে আমির খান, জেনেলিয়া দেশমুখ এবং দশজন প্রতিভাবান শিশু গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।
তালিকার পাঁচ নাম্বারে রয়েছে গৌতম তিন্নানুরির ‘কিংডম’। এটি ৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তেলেগু এই অ্যাকশন থ্রিলার ছবিটিতে বিজয় দেবেরকোন্ডা প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ছয় নাম্বারে রয়েছেন স্মীপ কাংয়ের ‘সৌনকান সৌনকানে ২’। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৩০ মে।
তালিকায় আট নাম্বারে রয়েছে ‘থ্রিবিএইচকে’। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৪ জুলাই। নয় নাম্বারে রয়েছে ‘হরি হারা বীর মাল্লু’। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১২ জুন। ঐতিহাসিক অ্যাকশন-অ্যাডভেঞ্চার ছবিটিতে পবন কল্যাণকে ভিরা মাল্লুর ভূমিকায় দেখা যাবে। তালিকায় দশ নাম্বারে রয়েছে ‘কাঁকজুরা’।