spot_img

৪ দিনের জাপান সফর শেষে ঢাকার উদ্দেশে প্রধান উপদেষ্টা

অবশ্যই পরুন

৪ দিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটের দিকে দেশের উদ্দেশে রওনা হন তিনি।

এ সফরে টোকিওতে অনুষ্ঠিত নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন দুই সরকার প্রধান।

এছাড়াও অর্থনৈতিক, বিনিয়োগ ও অন্যান্য সহযোগিতা নিয়ে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জাপান।

এরআগে, গত বুধবার চারদিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

সর্বশেষ সংবাদ

বিসিবির নির্বাচকের দায়িত্বে সালমা খাতুন

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পেয়েছেন সালমা খাতুন। জাতীয় দলের সাবেক অধিনায়ককে শনিবার (২০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ