spot_img

‘ব্রাজিলই সেরা, এবার আমার লক্ষ্য ষষ্ঠ তারকা’: আনচেলোত্তি

অবশ্যই পরুন

রিয়াল মাদ্রিদের সফল কোচিং অধ্যায় শেষ করে ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন কার্লো আনচেলোত্তি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ব্রাজিলের কোচ হওয়া তার জন্য ছিল এক “অসাধারণ চ্যালেঞ্জ”।

আনচেলোত্তি বলেন, “এটি খুব সহজ সিদ্ধান্ত ছিল। ব্রাজিলই বিশ্বের সেরা জাতীয় দল। আমি বলছি না শুধু আবেগ থেকে, তাদের জার্সির পাঁচটি বিশ্বকাপজয়ী তারকাই সেটা প্রমাণ করে।”

তিনি বলেন, “কোনো দলই ব্রাজিলের ধারে কাছে নেই। এখন আমার চ্যালেঞ্জ হলো ষষ্ঠ বিশ্বকাপ জয়, যাতে জার্সিতে যুক্ত হয় আরেকটি তারকা।”

রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে আনচেলোত্তি জানান, ফলাফল আশানুরূপ না হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নেন। “আর্সেনালের বিপক্ষে ড্রয়ের পর আমরা বসে আলোচনা করি। বুঝে যাই, পরিবর্তনের সময় এসে গেছে। রিয়ালের জন্য নতুন পথ এবং আমার জন্য ব্রাজিলের প্রস্তাবটাই ছিল সঠিক সিদ্ধান্ত।”

ব্রাজিলের ফুটবল ঐতিহ্য ও ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে আনচেলোত্তি বলেন, “এমন একটি জাতীয় দলের কোচ হওয়া গর্বের বিষয়। আমার একমাত্র লক্ষ্য এখন সেলেসাওদের ষষ্ঠ বিশ্বকাপ জয় এনে দেওয়া।”

বিশ্বকাপের পঞ্চমবারের চ্যাম্পিয়ন হওয়া দলটির দায়িত্ব এখন আনচেলোত্তির কাঁধে, আর সামনে তার সবচেয়ে বড় পরীক্ষা—ব্রাজিলকে ফের বিশ্ব ফুটবলের মুকুট এনে দেওয়া।

সর্বশেষ সংবাদ

২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাঙ্কিংয়ে রয়েছেন মেসি, রোনালদো!

চলতি বছরে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথমবারে মতো ব্যালন ডি’অর জিতেছেন ওসামান দেম্বেলে। তার হাত ধরেই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ...

এই বিভাগের অন্যান্য সংবাদ