spot_img

গাজার শতভাগ বাসিন্দা দুর্ভিক্ষের ঝুঁকিতে: জাতিসংঘ

অবশ্যই পরুন

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয় (ওসিএইচএ)-এর মুখপাত্র টম ফ্লেচার সতর্ক করে বলেছেন, গাজা বিশ্বের একমাত্র অঞ্চল যেখানে সমগ্র জনগণ দুর্ভিক্ষের মুখোমুখি। এখানকার ১০০% মানুষই খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। শুক্রবার (৩০ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

ফ্লেচারকে যখন জিজ্ঞেস করা হয় যে এই জোরপূর্বক দুর্ভিক্ষ সৃষ্টিকে কি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা যায়? তিনি উত্তরে বলেন, ‘হ্যাঁ, এটা যুদ্ধাপরাধ। এটা আন্তর্জাতিক আইনে স্পষ্টভাবে সংজ্ঞায়িত। অবশ্যই, আদালতই চূড়ান্তভাবে এ বিষয়ে রায় দেবে এবং ইতিহাসই এর মূল্যায়ন করবে।

ফ্লেচার উল্লেখ করেছেন যে গাজার পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোভাব বদলে দিয়েছে। অনেক দেশ এখন ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে।

উল্লেখ্য, প্রায় তিন মাসের অবরোধের পর গত সপ্তাহে ইসরায়েল গাজায় সীমিত পরিমাণে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিয়েছে। এই অবরোধের সময় খাদ্য, ওষুধ, জ্বালানি ও আশ্রয় সামগ্রী সরবরাহ সম্পূর্ণ বন্ধ ছিল।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। শুক্রবার (১৮ জুলাই) রাষ্ট্রীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ